বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি লেন, শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম মাতৃভাষার ভিত্তিকে শক্ত করতে হবে। মাতৃভাষার ওপর দক্ষতা তৈরি না হলে গণিত, ইংরেজি কিংবা অন্য শিক্ষায় অগ্রগতি সম্ভব নয়।
শনিবার (০৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত 'প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যত আন্তরিক ও দক্ষ, সেই বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান তত উন্নত। প্রধান শিক্ষকদের নেতৃত্ব, দায়বদ্ধতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। ধর্মীয় শিক্ষাও প্রাথমিক পর্যায় থেকেই পড়ানো হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
জেলা প্রশাসক মো. আবুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
অনুষ্ঠানে জেলার সব উপজেলার শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে বাড়তি ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের শিখন-ঘাটতি পূরণ, প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন, মা-সমাবেশ আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করেন উপস্থিত প্রধান শিক্ষকরা।
এ ছাড়া নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা, প্রয়োজনীয় লোকবল নিয়োগসহ নানা চ্যালেঞ্জও তুলে ধরেন তারা।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। তবে এবার বই বিতরণ উপলক্ষে কোনো উৎসব আয়োজন করা হবে না।

