অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় যাওয়ার পথে গত ১৫ নভেম্বর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ২৬ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিম তেলিকান্দির ছামির শেখ (২০) নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার।
ছামির জীবিত নাকি মৃত- এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না পরিবার। তবে লিবিয়া থেকে ফেরত আসা একই উপজেলার কোদালিয়ার বাসিন্দা জামাল সর্দার জানান, ছামির সাগর পার হওয়ার সময় নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ছামিরের পরিবার জানায়, গত ৬ অক্টোবর গোপালগঞ্জের ছাগলছড়ার দালাল ইলিয়াসের মাধ্যমে ১৯ লাখ টাকার চুক্তিতে নগদ ১৬ লাখ টাকা দেওয়া হয়। এরপর বাড়ি থেকে যাত্রা শুরু করে লিবিয়ার উদ্দেশে। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন ছামির।
ছামিরের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে ‘গেমের’ দিন বোটে তুলতে ত্রিশ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকবে বলে জানায়। সে আমাকে বলে- ‘আমার জন্য দোয়া কইরো, আমি যদি পারি পৌঁছায়ে দিমু, না পারলে ফিরা আসাম।’ এখন আমি জানি না আমার ছেলেটা কোথায়।’
নিখোঁজ ছামির রাজৈর উপজেলার পশ্চিম তেলিকান্দি গ্রামের মৃত আমির শেখের ছেলে।
-20251206164930.webp)
-20251206163426.webp)

