ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৩

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৪৪ পিএম
পুলিশ সদর দপ্তর। ছবি- সংগৃহীত

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৯৯০ জন বিভিন্ন মামলা ও আদালতের জারি করা ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৩৪৩ জন অন্যান্য ঘটনায় গ্রেপ্তার।

আজ শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাসুয়া, দুইটি রামদা, দুইটি চাপাতি, একটি চাকু, দুইটি ককটেল, দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলভার ও দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।