বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে ঢাকায় আসছে ‘চ্যালেঞ্জার ৬০৪’ নামের একটি লং রেঞ্জের এয়ার অ্যাম্বুলেন্স।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
সূত্র জানিয়েছে, বিমানোটি জার্মানির চার্টার্ড এয়ারলাইন এফএআই-এর মালিকানাধীন এবং এটি নিয়মিত এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়। কানাডিয়ান নির্মাতা বোম্বার্ডিয়ার তৈরি এই করপোরেট জেটটি মাঝারি থেকে দীর্ঘ পাল্লার উড়ানের জন্য পরিচিত, এবং চার্টার্ড কনফিগারেশনে এতে সর্বোচ্চ ১২ জন যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে বিমানটি ঢাকায় পাঠানো হচ্ছে।
ঢাকায় কাতার দূতাবাস জানিয়েছে, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করছে এবং নির্ধারিত সময় অনুযায়ী এটি আজ শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এর আগে কাতারের আমিরের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা থাকলেও ‘কারিগরি জটিলতার’ কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে।
এদিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ত্রুটি’ থাকায় শুক্রবার তা আসছে না। সব ঠিক থাকলে শনিবার তা পৌঁছাবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ৭ ডিসেম্বর রোববার তাকে লন্ডনে নেওয়া হতে পারে।
এর আগে গত ৪ ডিসেম্বর মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিলেও রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে, যা যাত্রা পিছিয়ে যাওয়ার আরেকটি কারণ বলে জানায় বিএনপি।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন।

