ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পুঠিয়ায় কোরআন খতম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের উদ্যোগে পুঠিয়া নির্বাচনী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুঠিয়ার ২৫টি মাদরাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশ নেন এবং তারা সম্মিলিতভাবে ১০০ বার কোরআন খতম করেন। পরে দেশনেত্রীর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ সময় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় নিষ্পাপ শিশু হাফেজদের দিয়ে এই মহত উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ তার জন্য দোয়া করছেন, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।’

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।