ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন অ্যাটর্নি জেনারেল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ঝিনাইদহের শৈলকুপায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।

এ সময় তিনি বলেন, 'মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকা আমাদের দায়িত্ব। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন—এই আশা করি।'

স্থানীয় নেতাকর্মীরা জানান, শীতের শুরুতেই অসহায় ও এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া মানবিক উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক কর্মীরাও উপস্থিত ছিলেন।