কুমিল্লার মুরাদনগরে মাত্র সাড়ে ৫ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সাইদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার বাইড়া দারুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে সাইদুল ইসলাম। শিশুটি বাইড়া গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।
হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, হযরত মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।
মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাইদুলের আন্তরিক প্রচেষ্টা শিক্ষকদের তত্ত্বাবধানে মাত্র সাড়ে ৫ মাসেই পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেছে। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক,সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত।
সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্টা করে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয়। সাড়ে পাঁচ মাসের মধ্যেই সে কোরআনে হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় আমরা সবাই খুব খুশি।
হাফেজ সাইদুল বলেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এবং হাক্কানী আলেম হওয়ার জন্য সবার কাছে দোয়া চাই।
সাইদুল ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু হাফেজের পরিবার।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন