ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসামে মানববন্ধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৪:৩৮ পিএম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরে চাঁদাবাজদের হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লাকসাম বাইপাস হাউজিং মসজিদ সংলগ্ন সড়কে লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মাধ্যমে সত্য প্রকাশের কণ্ঠরোধ করা যাবে না। সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরাসহ উপজেলায় কর্মরত সাংবাদিক ও সাধারণ মানুষ।