বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:১৫ পিএম

শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কলিজা খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:১৫ পিএম

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম (বামে) ও অভিযুক্ত আব্দুল গফুর ভূইয়া (ডানে)। ছবি- সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম (বামে) ও অভিযুক্ত আব্দুল গফুর ভূইয়া (ডানে)। ছবি- সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামের ‘কলিজা খুলে নেওয়ার’ হুমকি দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া।

এই হুমকি দেওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিএনপি নেতা ওই কল রেকর্ডকে এডিটেড বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ১ মিনিট ৫২ সেকেন্ডের ওই কল রেকর্ডে দুইজনের উত্তপ্ত বাক্য বিনিময় শোনা যায়। রেকর্ডের শুরুতেই আব্দুল গফুর ভূইয়াকে চিৎকার করে বলতে শোনা যায় ‘মিডিয়া সেলের সদস্য এখন নাই, এখন নাই সে।’

এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়, ‘সে আমার কাছে এসে আমাকে পরিচয় দিয়েছে।’

তাৎক্ষণিক গফুর ভূইয়া বলে উঠেন, ‘পরিচয় দেক, পরিচয় দিলেও একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে আছি, আপনাকে অপমান করব। আপনার কত বড় কইলজা অইছে আমি দেখমু আপনারে। আপনারা কে এখানে বসাইছে আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাইর ইয়া নিয়েছেন আপনে। সে একজন কোঅর্ডিনেটর, সে চাকরি করে এখানে, টোকাই।’

এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়, ‘উনি পরিচয় দিয়েছেন আমাকে উনি খালেদা জিয়ার প্রেস...’।

এ কথা বলার সাথে সাথে গফুর ভূইয়া বলে উঠেন, ‘ঠিক আছে, ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা তদবির আছে ইয়া আছে, ওখানে তো সে ঢুকতে পারবে না। তার ভাই ঢুকতে পারবে না, আপনি ভেজাল লাগাইছেন। একজন ইয়া করি  আপনি এটার দায় দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস আপনার আমি দেখে নেব আপনাকে। এখন যদি ফেরত না আনেন ওই কুত্তার বাইচ্চাকে বলেন, বাস্টার্ডকে বলেন, কীসের কোঅর্ডিনেটর তুমি। ইয়া দেখাও, ডকুমেন্ট দেখাও শুয়োরের বাইচ্চাকে। আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন, না হলে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না। আই অ্যাম নট কাউ বয়। আই ওয়াজ ল মেকার, আই নো অল। কুত্তার বাইচ্চা ডিসি...শুয়োরের বাইচ্চা।’

এই হুমকির পর কল রেকর্ডটি শেষ হয়। তবে ভাইরাল ওই কল রেকর্ডের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম বলেন, ‘আমি একটা মিটিংয়ে আছি। এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আপনার যা বোঝার, বুঝে নিন।’ ভাইরাল অডিও রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি একই উত্তর দেন।

অন্যদিকে, বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া বলেন, ‘কল রেকর্ডটি আমি শুনেছি। এটি আমার কল রেকর্ড না।’ এটাকে এডিট করেছে বলে ফোন সংযোগ কেটে দেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে এটি যদি হয়ে থাকে, তা দুঃখজনক এবং রাজনৈতিক শিষ্টাচারের বাইরে।

ভাইরাল এই কল রেকর্ডটি নিয়ে কুমিল্লা জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের একাংশের মতে, একজন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক নেতার এমন ভাষা ও হুমকি দেওয়া অনাকাঙ্ক্ষিত। অন্যদিকে, বিএনপির একটি অংশ মনে করছে, এটি রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্য ‘এডিট’ করে ছড়ানো হতে পারে।

ঘটনাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেকর্ডটি নিয়ে তোলপাড় অব্যাহত রয়েছে।
 

Shera Lather
Link copied!