বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০২:০৪ পিএম

লাকসামে রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০২:০৪ পিএম

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে দোয়া-মিলাদ, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়।  ছবি- রূপালী বাংলাদেশ

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে দোয়া-মিলাদ, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

নবরূপে আত্মপ্রকাশের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ‘দৈনিক রূপালী বাংলাদেশ’। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তি এবং দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার লাকসামে দোয়া-মিলাদ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে লাকসাম উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক আলমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক দিনকাল কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, ইত্তেফাক লাকসাম প্রতিনিধি মো. আবদুল কুদ্দুছ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের লাকসাম প্রতিনিধি ফারুক আল-সারা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, নয়া দিগন্তের লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ন কবির মানিক।

এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়েজুন্নেছা-বদরুন্নেছা যুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল, সাংবাদিক চন্দন সাহা, সেলিম চৌধুরী হীরা, শাহ নুরুল আলম, হামিদুল ইসলাম, জিএমএস রুবেল, আমজাদ হোসেন, দেবব্রত পাল বাপ্পি, আহসান উল্ল্যাহ, আফরাতুল করিম রিমু, কামরুজ্জামান রিয়াদ, জাহিদ হোসন, রবিউল হোসেন সবুজ, মোহাম্মদ উল্যাহ, নাজমুল হাসান, জাহিদ আনোয়ার শান্ত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সব ধরনের সংবাদ সবার আগে সবার কাছে পৌঁছানোর বড় মাধ্যম হলো ছাপানো পত্রিকা এবং অনলাইন সংবাদ মাধ্যম। যা দৈনিক রূপালী বাংলাদেশ এক বছরের মধ্যেই ঈর্ষণীয় ভূমিকা পালন করেছে। প্রিন্ট নিউজের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া ভিডিও কন্টেন্ট মাধ্যমে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে রূপালী বাংলাদেশ। আধুনিক এ পত্রিকাটির সাংবাদিকদের বিভিন্নধর্মী রিপোর্টিং ব্যবসায়ী, পাঠক ও সাংবাদিক মহল সাদরে গ্রহণ করেছে।

আগামী দিনে স্থানীয় সমস্যা সম্ভাবনা তুলে ধরার জন্য একটি সংবাদ মাধ্যমের ভূমিকা অনেক। গঠনমূলক বস্তুনিষ্ঠ ও স্থানীয় উন্নয়নমূলক সংবাদ এই পত্রিকার মাধ্যমে আরও বেশি তুলে ধরতে হবে। সমাজের সবার কাছে সমান গ্রহণযোগ্য এই গণমাধ্যমকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা জানাই। পাশাপাশি নতুন নতুন সংবাদের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে এই সংবাদ মাধ্যম সামনেও অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। 

রূপালী বাংলাদেশ

Link copied!