বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:৫৬ এএম

শীতের আগমনে ঘোড়াঘাটের ফুটপাতে গরম পোশাকের বাহার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:৫৬ এএম

ফুটপাতের দোকানে বাহারি রঙের গরম পোশাক। ছবি : রূপালী বাংলাদেশ

ফুটপাতের দোকানে বাহারি রঙের গরম পোশাক। ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে শীতের আগমন ঘটতেই ফুটপাতের দোকানগুলোতে বাহারি রঙের গরম পোশাক সাজিয়ে পথচারীদের আকৃষ্ট করছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রানীগঞ্জ, ওসমানপুর, ডুগডুগিহাট, গুচ্ছগ্রাম, ঘোড়াঘাট পৌরশহরের প্রধান সড়ক, বাজার মোড় ও বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ত এলাকার ফুটপাতগুলো সাজানো হয়েছে নানা আকর্ষণীয় পোশাকে। রঙিন সোয়েটার, আধুনিক ডিজাইনের জ্যাকেট, শাল, বিভিন্ন রঙের উলের টুপি- সব মিলিয়ে বৈচিত্র্যময় সাজে ফুটপাতের বাজার যেন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।

বিকেলের পর থেকে ব্যবসায়ীরা ফুটপাতে বাহারি রঙের গরম পোশাক সাজিয়ে হাঁক-ডাক শুরু করেন। বড় দোকানের তুলনায় কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায় বলে ফুটপাতের বাজার এখন বেশ জনপ্রিয়।

ক্রেতারা বলছেন, দামের সঙ্গে মিলিয়ে পোশাকের মানও ভালো, পাশাপাশি পছন্দের ডিজাইনও সহজে পাওয়া যাচ্ছে। উপজেলার বাণিজ্যিক কেন্দ্র রানীগঞ্জের ফুটপাতের ব্যবসায়ীদের মুখে দেখা যায় ব্যস্ততা ও আশাবাদের ছাপ।

ব্যবসায়ী আলতাব হোসেন কাপড় ভাঁজ করতে করতে বলেন, ‘শীতের শুরুতে মোটামুটি ক্রেতারা আসছেন, তবে আশা করছি দিন যত যাবে ক্রেতা সমাগম আরও বাড়বে।’

শীতের পোশাক কিনতে আসা মাইদুল হাসান জানান, ‘প্রতি বছরই নিজের ও পরিবারের জন্য ফুটপাত থেকেই শীতের পোশাক ক্রয় করি। কারণ, এখানে দাম খুবই যুক্তিসঙ্গত।’

স্থানীয়রা জানান, পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের মিলিত ভিড়ে শীতের সন্ধ্যাগুলো আরও রঙিন হয়ে উঠছে ঘোড়াঘাটে। শীত যত বাড়বে, ফুটপাতের সরগরম দৃশ্যও তত বেড়ে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!