কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
ভিডিওতে ১৫ সেকেন্ডের একটি অংশে তিনি বলেন, আমাকে যদি ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেবেন। আল্লাহকে যদি ফাঁকি দেন, তাহলে এটি বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ, এই গজব আমাদের ওপরে পড়বে। এটি একটি ধানের শীষ, একটি পবিত্র আমানত।
জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। কেউ একজন তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে জসীম উদ্দিন জানান, ভিডিওতে প্রদর্শিত অংশ তার পুরো বক্তব্যের মাত্র অংশ, যা রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত বিএনপির দোয়া অনুষ্ঠানে রেকর্ড করা হয়েছিল।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ ২৮ মিনিটের বক্তব্য দিয়েছি। বক্তব্যের মূল বিষয় ছিল দলের সঙ্গে বেঈমানি করলে আল্লাহর গজব হবে। এটি নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, তিনি এখনও ভিডিওটি দেখেননি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন