ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পিছন থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, জরুরি বিভাগে ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী খবর দেন যে, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পিছন থেকে ওই নারীকে পড়ে থাকতে দেখেছেন। পরে খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুবরণকারী নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঢাকা মেডিকেল পুলিশ জানিয়েছে, সিআইডি ক্রাইমসিন প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



