দিনাজপুরের পার্বতীপুরে শালীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে মফিজুল (৫৫) নামে এক কৃষক গণপিটুনিতে নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার মধ্যপাড়ার পলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টায় পার্শ্ববর্তী গ্রামে নিজের শালীর সঙ্গে দেখা করতে গেলে তাকে ওই পরিবারের সদস্যরা হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে গণপিটুনি করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মফিজুল মারা যান।
স্থানীয়রা জানান, পূর্বেও ওই মহিলার সঙ্গে মফিজুলের অনৈতিক সম্পর্ক ধরা পড়লে বিষয়টি নিয়ে বিচার-সালিশ হয়েছে। মহিলার স্বামী চাকরির কারণে এলাকার বাইরে থাকায় মফিজুল ঘন ঘন ওই বাড়িতে আসতেন। বুধবার রাতে তিনি পুনরায় সেখানে গেলে পরিবারের অন্য সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন