ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, ‘কোনোভাবেই আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে বিএনপির শাসনামলের তুলনা করা যাবে না। কেননা অতীতে বিএনপি কখনোই আওয়ামী লীগের ধারা অনুসরণ করে দেশ শাসন করেনি, ভবিষ্যতেও করবে না।’
সোমবার (৩ নভেম্বর) দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনি গণসংযোগের অংশ হিসেবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন— পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদ্দোজ্জা বুলু, আমাদের নূরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘এই মুহূর্তে এ এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাসক্তি। জীবনবিনাশী এ প্রবণতা থেকে তাদের মুক্ত করতে হলে কর্মসংস্থানের ব্যবস্থা জরুরি। এ জন্য কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।’
এ সময় তিনি পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীর যেকোনো সমস্যা ও সংকটে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, নূরুল হুদা বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ওই সময় থেকে তিনি বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতিতে যুক্ত হন বলে তার সফরসঙ্গীরা জানান।



