ফরিদপুরের বোয়ালমারী থানার বাসিন্দা মো. মফিজুর রহমান মৃধার (জাহাঙ্গীর) মৃত্যুর সকল ডকুমেন্টস জমা দেয়ার তিন কার্য দিবসের মধ্যে দাবি নিষ্পত্তি করে পরিবারকে ১১ লক্ষ টাকার হস্তান্তর করেছেন আস্থা লাইফ ইন্সুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহ্ সগিরুল ইসলাম।
রোববার (১০ আগস্ট) মৃত্যু দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর করা হয়েছে।
এসময় অন্যাদের মধ্যে গ্রাহক প্রতিনিধি হিসেবে মোঃ বিল্লাল মৃধা, ব্র্যাঞ্চ ইনচার্জ ফরিদপুর। হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং সামিরা ইউনূস ও হেড অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নমিনী হিসেবে চেকটি গ্রহণ করেন গ্রাহকের মেয়ে শিউলি খানম।