ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ভাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৪৭ পিএম
পানিতে ডুবে মারা যাওয়া শিশু তাহের। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে তাহের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশু ঘারুয়া গ্রামের মহসীন মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে শিশু তাহের বাড়ির পাশের পুকুর পাড়ে যায়।

অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে তাহেরকে পুকুরে ভাসতে দেখতে পান তারা।

শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু তাহেরের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এ বিষয়ে ঘারুয়া ইউনিয়নের সদস্য আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার সকালে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করতেছিল শিশুটি। এ সময় সকলের অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটির নিথরদেহ পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায়।