ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদরের পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভোরে পদ্মা নদীর হাজিগঞ্জ এলাকা থেকে জেলে রাধা মালোর জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে রাধা মালো তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মা নদীর হাজিগঞ্জ এলাকায় জাল ফেললে ওই জালে ১৩ কেজি ওজনের বড় একটি কাতল মাছ জালে আটকা পড়ে। পরে রাধা মালো মাছটি বিক্রির জন্য চরভদ্রাসন বাজারে তুললে উন্মুক্ত নিলামে ৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী কুদ্দুস শেখ।
মাছ ব্যবসায়ী কুদ্দুস শেখ বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে হলেও কিনে রেখেছি। এখন মাছটি কেজি প্রতি সামান্য লাভ হলে বিক্রি করে দেব। বড় মাছগুলোর ক্রেতা কারা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ এত দাম দিয়ে বড় মাছগুলো প্রবাসী ক্রেতারা তাদের পরিবারের জন্য কিনে থাকেন। এছাড়া ঢাকার বড় শিল্পপতি, ব্যবসায়ী কিংবা হাইপ্রোফাইল লোকজন মাছগুলো সরাসরি আমাদের কাছ থেকে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের থেকে নিয়ে থাকে।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, 'পদ্মা নদীর বড় আকারের দেশি প্রজাতির মাছ এখন তুলনামূলক কম মিলছে। তবুও ১৩ কেজি ওজনের কাতল পাওয়া নিঃসন্দেহে আনন্দের খবর। এ ধরনের মাছ ধরা প্রমাণ করে যে নদীর পরিবেশ এখনো উৎপাদনক্ষম। আমরা জেলেদের নিয়মিত সচেতন করছি যেন তারা নিষিদ্ধ জাল ব্যবহার না করে এবং প্রজনন মৌসুমে মাছ রক্ষা করে।'


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন