বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, সারা দেশে বিএনপির মাসব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে। এ সময় তিনি দলের নেতাকর্মীদের নতুন কাউকে অন্তর্ভুক্ত করার আগে সতর্ক থাকার আহ্বান জানান। কারণ তিনি উল্লেখ করেন, দেশে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গুপ্তভাবে বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সাপের বাচ্চা সাপের মতো রূপ নেবে। এতে কোনো সন্দেহ নেই।’ তাই সকলকে সতর্ক থাকার জন্য বার্তা দেন মশিউর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাবু তপন কর, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও ওয়ার্ড সভাপতি নুর নবী ভূঞাঁ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ।