বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী সদর আসনের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান বিপ্লব বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। কিন্তু এ নির্বাচনকে বানচাল করতে একটি চক্র পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য ষড়যন্ত্র করছে। তবে আমরা চাই, সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘যদি ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তবে আমরা বসে থাকব না; তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে যাতে এসব ষড়যন্ত্র ও গণতন্ত্র হরণ রোধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার ছনুয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন বিএনপির আয়োজন করা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান বিপ্লব বলেন, ‘বাংলাদেশকে নিয়ে যারা বারবার ষড়যন্ত্র করেও পরাজিত হয়েছে, তারা আবারও ষড়যন্ত্র চালাচ্ছে। বর্তমানে ৭১ ও ২৪ সালের পরাজিত শক্তি চক্রান্তে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৭ বছর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করেছে। যাতে মানুষের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত হয়।’
তিনি বলেন, ‘সোনালী দিনগুলো আবার ফিরিয়ে আনার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।’
ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল। সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদলের সদস্য আহসান সুমন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সাজু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে ২০ টাকা দিয়ে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।