ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

দুই ছিনতাইকারীকে  গ্রেপ্তার করল পুলিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:২৪ এএম

রাজধানীর মিরপুরে কলেজছাত্রের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের পরপরই ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মিরপুর-২ নম্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ রোমন এসব তথ্য নিশ্চিত করেন। 

এ সময় ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি একটি চাকু ও মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফ আহমেদ (২৮) ও সিফাতুল হক (২৯)।

মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে কলেজছাত্র রাতিম ইবনে রহমান (১৯) ও তার বন্ধু নিলয় গোলদার শান্তর (২১) পথরোধ করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে রাতিমের কাছ থেকে ফোন ও ৪৫০ টাকা ছিনিয়ে নেন। এ সময় রাতিম ও তার বন্ধু চিৎকার দিলে টহল পুলিশ ছুটে আসে এবং ধাওয়া করে সাইফ ও সিফাতুলকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ফোন ও টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সুইচ গিয়ার চাকু।

ওসি সাজ্জাদ রোমন আরও বলেন, কলেজছাত্র রাতিম দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।