রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:২৯ এএম

ক্যান্সার আক্রান্ত জসিমের বাঁচার আর্তনাদ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:২৯ এএম

স্ত্রী-সন্তানসহ জসিম উদ্দিন।  ছবি- রূপালী বাংলাদেশ

স্ত্রী-সন্তানসহ জসিম উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

 

ক্যান্সার আক্রান্ত জসিম উদ্দিনের (৪০) বাঁচার আর্তনাদে শোকাহত তাঁর পরিবার। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে কোনোরকমে সংসার চালানো এই মানুষটি গত সাত–আট মাস ধরে অসুস্থতায় ভুগছেন। স্থানীয় কয়েকজন চিকিৎসকের পরামর্শে উন্নতি না হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তাঁর মরণব্যাধি ক্যান্সার। খবর পেয়ে যেমন দিশেহারা হয়ে পড়েন, তেমনি শুরু হয় চিকিৎসার ব্যয় সামলানোর সংগ্রাম।

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের গনু স্বর্ণকার বাড়ির আবুল খায়েরের ছেলে জসিম ছোটবেলাতেই বাবা-মাকে হারান। জীবনের সাথে তাঁর লড়াই তখন থেকেই। তিন বছর আগে বিয়ে করেন তিনি; দেড় বছরের একটি সন্তান আছে তাদের। অসুস্থ হওয়ার পর স্থানীয় ফার্মেসির ওষুধে কিছুদিন চললেও অবস্থার অবনতি হতে থাকে। পরে ফেনীতে চিকিৎসা করিয়েও কোনো ফল না পেয়ে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে, সেখানেই ধরা পড়ে ক্যান্সার।

সহৃদয় কিছু মানুষের সহায়তায় কিছুদিন চিকিৎসা চললেও বর্তমানে অর্থাভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা।

জসিম বলেন, আমার ছোট বাচ্চাটার দিকে তাকিয়েও আমাকে বাঁচার সুযোগ দিন। সুস্থ হয়ে আমি যেন আবার রোজগার করে পরিবারটা চালাতে পারি।

জসিমের স্ত্রী জানান, গত ছয় মাসে স্বামীর চিকিৎসায় তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেছে।
কোলে আমার দেড় বছরের বাচ্চা। স্বামীর চিকিৎসা, বাচ্চার খাবার-সব মিলিয়ে আমি দিশেহারা। সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো স্বামীকে বাঁচাতে পারব।

তিনি আরও জানান, জসিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফজলে রব্বীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

জসিমের ব্যক্তিগত ফোন না থাকায় সহায়তার জন্য তার ভাতিজা সাইফুল ইসলাম মাসুদের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮৭০০৮৫৪০৪

উপজেলা নির্বাহী কর্মকর্তা় (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, ক্যান্সার আক্রান্ত জসিম বা তাঁর পরিবারের কেউ সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করলে অনলাইনে আবেদনসহ সব ধরনের সহযোগিতা করা হবে। সরকারি ক্যান্সার অনুদান পাওয়ার বিষয়েও সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!