ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি জনগণকে ধৈর্য ধারণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ২১ নভেম্বরের ভূমিকম্পের পর ২২ নভেম্বর ফের কম্পন অনুভূত হওয়া দেশের জন্য সতর্কবার্তা। আল্লাহ বিপদ–আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে আমাদের বেশি করে তার সাহায্য চাইতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করা সরকারের দায়িত্ব। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং দুর্ঘটনা মোকাবিলায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন