গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণের কারণে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম অবগত না থেকেও বিএনপিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। দলের নির্দেশনায় এ মামলা করেছি।
মামলাটির শুনানি গ্রহণ করে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলার তদন্ত চলছে।
এর আগে ৭ আগস্ট গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
ওই দিন তুহিন হত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লেখেন, ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।’
সারজিস আলমের এই ফেসবুক পোস্টের জেরেই মামলা দায়ের করেছেন বিএনপি নেতা তানভীর সিরাজ। তার দাবি, সারজিস আলম বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।