ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরে ইয়াবা-গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৩৯ এএম
আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে ৪০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. সোলায়মান।

জানা গেছে, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমরাজুরি ইউনিয়নের কুমিয়ান আবাসন এলাকা থেকে গতকাল শনিবার সকালে আবাসনের বাসিন্দা এনায়েত শরীফের ছেলে মিরাজ শরীফকে (৩০) ২৫ পিস ইয়াবা এবং কুমিয়ান এলাকার বাসিন্দা অরুণ কুমার মজুমদারের ছেলে অনুপম মজুমদারকে (৪০) ১৫ পিস ইয়াবাসহ আটক করে।

একই দিনে কাউখালী থানার এসআই দীপক বালা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের আস্পদ্দি এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াজুল হাসান রিয়াজকে (৪০) ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে।

এ বিষয়ে ওসি মো. সোলায়মান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।