গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় পড়ে ইয়ানুর (২) ও হাবিব (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুই একই বাড়ির ভাড়াটিয়া পরিবারের সন্তান।
নিহত ইয়ানুরের বাবা মো. আজাদ জামালপুর জেলার বাসিন্দা এবং হাবিবের বাবা মো. আমির হোসেন টাঙ্গাইল জেলার। উভয় পরিবারই কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলতে খেলতে শিশু দুটি বাড়ির পেছনে চলে যায়। অনেকক্ষণ পরও ফিরে না আসায় পরিবার তাদের খুঁজতে থাকে। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
পাশের রুমের ভাড়াটিয়া মোনালিসা আক্তার জানান, ‘আমি চাকরি থেকে এসে দেখি নিহত দুই শিশুর মা তাদের খুঁজছেন। হঠাৎ বাসার পেছন থেকে কান্নার শব্দ শুনে দৌঁড়ে গিয়ে দেখি হাবিবকে তার মা ডোবা থেকে টেনে তুলছেন। আমি সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে ডেকে তাদের সহায়তায় দুজনকেই পানি থেকে তুলে হাসপাতালে পাঠাই। প্রথমে হাবিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর ইয়ানুরের মরদেহও পানিতে ভেসে ওঠে এবং তাকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’
একই বাড়ির দুই শিশুর এমন করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলের ডোবাটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এটি কোনোভাবে নিরাপদ করা হয়নি।
এ ঘটনায় জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ‘ঘটনার বিষয়ে আমরা তথ্য পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার যদি অভিযোগ করে, তাহলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’