গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক দম্পতি ও তাদের চার বছর বয়সী ছেলে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গি-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন-হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন