রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে প্রাণে বাঁচেন।
বাসের চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারায় বাস থামাতে বলেন। বাস থামানোর পর তারা চালক ও সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। এ সময় যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। পরবর্তীতে দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
বাস কর্তৃপক্ষ অভিযোগ করে জানায়, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করেছিল। এ ঘটনার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, সম্প্রতি আলিফ পরিবহনের কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হয়। ক্ষুব্ধ হয়ে ওই কর্মীদের একটি অংশ বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন