গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের মহিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম, বগুড়ার আদমদিঘি থানার কুসুন্দি এলাকার আমিনুল রহমানের ছেলে।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আব্দুল কাইয়ুম মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মহিষবাথান এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইন পারাপার হচ্ছিলেন। এ সময় তিনি ঢাকাগামী একতা এ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



