গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় থামানো অবস্থায় থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মালিকপক্ষ ও পাহারাদার জানান, উপজেলার খাড়াজোড়া এলাকায় সমাহার কারখানার সামনে ইতিহাস পরিবহন কাউন্টারের পাশে গাড়িটি মেরামতের জন্য রাখা হয়েছিল। রাত আড়াইটার দিকে হঠাৎ গাড়িতে আগুন জ্বলতে দেখেন পাহারাদার। তিনি চিৎকার করলে দুটি মোটরসাইকেলযোগে চারজন ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পাহারাদারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই গাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গাড়ির মালিক টুটুল।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন