গাজীপুর মহানগরীর পুবাইলে একটি বহুতল ভবনের বন্ধ ফ্ল্যাট থেকে সাহানা বেগম (৫৮) নামে এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে পুবাইল থানাধীন মাজুখান পশ্চিম পাড়ার ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। একা বসবাসের কারণে মৃত্যুর বিষয়টি তিন দিন পর আশপাশের বাসিন্দাদের নজরে আসে।
নিহত সাহানা বেগম ঢাকা জেলার রায়পুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আওয়ালের মেয়ে। তিনি চার বছর ধরে পুবাইলে ভাড়া বাসায় একা থাকতেন এবং কালীগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত স্কুলে যাওয়া-আসার পাশাপাশি তিনি নিজেই নিজের দেখাশোনা করতেন বলে পরিবারের সদস্যরা জানান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, টানা তিন দিন ধরে সাহানা বেগমের ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের। বেশ কিছুক্ষণ দরজায় কড়া নেড়ে কোনো সাড়া না পেয়ে তারা পুবাইল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে ভেতর দেখে খাটের ওপর পড়ে থাকা অর্ধগলিত লাশ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মেয়ে জানান, মা কয়েক বছর ধরে একা থাকতেন এবং নিয়মিত স্কুলে যেতেন। তিনি হার্টের রোগী ছিলেন। গত কয়েকদিন ধরে ফোনে যোগাযোগ করতে না পারায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।
তিনি আরও বলেন, মায়ের মৃত্যুর খবর আমরা হঠাৎই পাই। কীভাবে মারা গেলেন, এ বিষয়ে আমরা নিশ্চিত নই।
এ বিষয়ে পুবাইল থানার ওসি মোল্লা খালিদ হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে শিক্ষিকার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


