গোপালগঞ্জ সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন কমিটির এক নেতা।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুধ ঢেলে গোসল করেন এবং সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভূঁইয়া। তিনি সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ফাইম বলেন, ‘আমার অজান্তেই আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আজ বিষয়টি জানার পর আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে এবং আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করতে এই নিষিদ্ধ সংগঠনে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠনকে ঘৃণা করি।
ফাইম জানান, তিনি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তার বয়স যখন ১১, তখন থেকেই তার নাম ছাত্রলীগ কমিটিতে থাকা শুরু করে। এখন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বলে জানান তিনি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন