ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

শায়েস্তাগঞ্জ পৌর আ.লীগ নেতা আউয়াল গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১২:৪৭ এএম
আউয়াল মিয়া। ছবি- সংগৃহীত

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আউয়াল মিয়া (৩৭) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতেই বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।

গ্রেপ্তারকৃত আউয়াল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের সামছু মিয়া ওরফে ছমছুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর দায়ের হওয়া ৪ নম্বর মামলার আসামি আউয়াল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।