ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ঝিনাই নদী পার হতে গিয়ে কৃষক নিখোঁজ, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৫, ০৬:০৪ পিএম
সরিষাবাড়ীর ঝিনাই নদীতে নিখোঁজ কৃষককে উদ্ধার করা হয়। ছবি-রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী পার হওয়ার সময় ডুবে আব্দুস সামাদ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রোববার (৮ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা রথখোলা ঘাটে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার কার্যক্রম শেষে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সামাদ (পাগলা) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের মৃত সুনুরুদ্দিন উদ্দিনের ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানান, আব্দুস সামাদ পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার বীরতরা গ্রামে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে তিনি রথখোলা ঘাটে এসে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি।

তিনি বলেন, খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।