ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

মাদারীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৮:৩৪ পিএম
মাদারীপুরের কানকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় হামলায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা চত্বরে দুপুরে মাদারীপুর-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে আসেন।

এ সময় উপজেলা পরিষদ চত্বরে তার কর্মী-সমর্থকদের নিয়ে জড়ো থাকা অবস্থায় একই সংসদীয় আসনের বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিন সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, থানার ওসি সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর উপজেলা চত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।