জামালপুর পৌর শহরের স্টেডিয়াম কলেজ রোড এলাকায় প্রকাশ্যে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, এক তরুণী আরেক তরুণীর চুল ধরে চড়-থাপ্পড়, লাথি ও ঘুষি মারছেন এবং গালিগালাজ করছেন। মারধরের সময় পাশে দাঁড়িয়ে আরেক তরুণীকে সহযোগিতা করতেও দেখা গেছে।
ভিডিওটি গত মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে রোববার (৩ আগস্ট) বিকেলে।
এক মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে অভিযুক্ত তরুণীকে বলতে শোনা যায়, ‘চিনোস আমারে, ফেসটা দেখছোস, আমি কেডা।’ অপরদিকে ভুক্তভোগী তরুণী কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমি কারও টাকা নেই নাই, যার টাকা সে নিয়ে গেছে গা।’ উত্তরে অভিযুক্ত তরুণী আবারও মারধর করে বলেন, ‘আমার লগে তুই দুই নাম্বারি করছিস, তোর এত সাহস কে দিছে?’
তবে এখনো কেউ অভিযুক্ত বা ভুক্তভোগী তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ‘ভিডিওটি দেখেছি, তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :