ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সরিষাবাড়ীতে খেলার সময় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:১৯ এএম
পানিতে ডুবে মারা যাওয়া শিশু ওমর ফারুককে দেখতে বাড়িতে স্থানীয়রা। ছবি- রূপলী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে খেলার সময় পুকুরের পানিতে পড়ে মো. ওমর ফারুক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক ওই এলাকার মনির হোসেনের তৃতীয় ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সে বাড়ির উঠানে খেলনা গাড়ি (ছোট রিকশা) চালাচ্ছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত গাড়িসহ পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, ওমরের মা পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে আলাদা থাকায় সে দাদীর কাছেই থাকত। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শিশুর বাবা মনির হোসেন বলেন, ‘ছেলেটি বাড়ির আঙিনায় খেলছিল। আমরা কেউ বুঝতেই পারিনি কখন সে পুকুরে চলে যায়। চোখের সামনে এভাবে সন্তানকে হারাব, ভাবতেও পারিনি।’