যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সেনাবাহিনী।
এতে বলা হয়েছে, অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় গত ২২ মে সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ কর্তৃক ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত, পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করে।
গত ১২ জুলাই কাজ সম্পন্ন হয় এবং আজ ১৫ জুলাই জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মেরামত, পুনর্নির্মাণকৃত ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেন।
এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।
আপনার মতামত লিখুন :