ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে প্রাণ গেল বোনের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৪০ পিএম
নিহত শারমিন খাতুন। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরে স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন ওই এলাকার রিকশাচালক শিমুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী শিমুল জানান, তারা স্থানীয় শাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী শারমিন বড় ভাই খোকন মোল্যার স্ত্রীর কাছে ধার দেওয়া দুই হাজার টাকা চাইতে গেলে ভাবির সঙ্গে তার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে খোকনের মেয়ে মিম্মা সেখানে গিয়ে বিষয়টিতে জড়িয়ে পড়ে। তাকে সরিয়ে দিলে সে বাবার কাছে অভিযোগ করে, তাকে নাকি মারধর করা হয়েছে।

এরপর খোকন মোল্যা ঘর থেকে একটি ধারালো হাঁসুয়া নিয়ে এসে শিমুলকে আঘাত করতে যান। তখন শিমুলকে রক্ষা করতে গেলে শারমিনের ঘাড়ের বাম পাশে হাঁসুয়ার আঘাত লাগে। স্থানীয়রা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর মহিলা সার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার সময়ই শারমিনের অবস্থা গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকন মোল্যা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।