আজ মঙ্গলবার, ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দর ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি জানান, সরকারি ছুটি থাকায় মঙ্গলবার বেনাপোল স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামী বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।’
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ‘আজ মঙ্গলবার পণ্য খালাসসহ সব বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতীয় খালি ট্রাকগুলো বেনাপোল থেকে দেশে ফিরে যেতে পারবে।’
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দরের মাধ্যমে ভারত থেকে ৪০০ থেকে ৪৫০ ট্রাক পণ্য আমদানি এবং ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। এ আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে সরকার প্রতিদিন প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আয় করে থাকে।
আপনার মতামত লিখুন :