যশোরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছরের এক যুবকের বিরুদ্ধে। গত ১০ আগস্ট রাতে সদর উপজেলায় ঘটনাটি ঘটে।
বুধবার (১৩ আগস্ট) ওই বৃদ্ধাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর ঘটনাটি জানাজানি হয়।
এদিকে অভিযুক্ত ওই যুবক এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী জানান, ওই যুবক সম্পর্কে তার চাচাতো ভাইয়ের ছেলে। গত ১০ আগস্ট রাতে তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় এসে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। এ ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়লে আত্নীয় স্বজনদের কাছে ঘটনাটি খুলে বলেন। পরে বুধবার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ‘ভিকটিমকে ভর্তি করে চিকিৎসার জন্য গাইনী ওয়ার্ডে পাঠানো হয়েছে।’
এই বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ কবির হোসেন মোল্যা জানান, ‘ঘটনাটি ১০ আগস্টের হলেও ১৩ আগস্ট তারা জানতে পেরেছেন। ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত যুবক পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।