যশোরের শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন আব্দুল আলিম। ওসি রবিউল ইসলামের বদলিজনিত কারণে তার স্থলে নিয়োগ হয় ওসি আব্দুল আলিমের। এর আগে তিনি যশোরের অভায়নগর থাকায় কর্মরত ছিলেন।
রোববার (৩১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসানসহ উপজেলা ও থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এ বিষয়ে ওসি আব্দুল আলিম বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এ জন্য তিনি স্থানীয় রাজনীতিবিদ, সমাজ সেবক ও সামাজিক ব্যক্তিত্বসহ সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন