ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

বাঘারপাড়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর সন্তান প্রসব

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:৫৭ পিএম
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গায় ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরী মেয়ে সন্তানের মা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সে মেয়ে সন্তান প্রসব করে।

বর্তমানে ওই কিশোরী লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত কিশোরীর কাকাসহ তিন জন জেলহাজতে রয়েছেন।

কিশোরীর স্বজনরা জানান, পালাক্রমে ধর্ষণের শিকার ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি জানাজানি হয়। পরে এই ঘটনায় তিন জনকে আসামি করে বাঘারপাড়া থানায় ধর্ষণের মামলা করা হয়। আসামিরা হলেন বাগডাঙ্গা গ্রামের মহাদেক সরকারের ছেলে শুভঙ্কর সরকার (৪৫), সদেব সরকারের ছেলে সুজাল সরকার (৪০) ও বনো সরকারের ছেলে সুজয় (৩৫)। এর মধ্যে শুভঙ্কর সরকার ওই কিশোরীর কাকা।

স্বজনরা আরও জানান, ওই কিশোরীর প্রসব বেদনা শুরু হলে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সে মেয়ে সন্তান প্রসব করে।

হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানা জানান, ‘ওই কিশোরীর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেছে। নবজাতক ও মা সুস্থ আছে।’

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হাবীবা সিদ্দিকা ফোয়ারা জানান, ‘ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা কিশোরী মেয়ে সন্তান প্রসব করেছে। তাকে আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।’

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ‘কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন। ইতোমধ্যে তাদের ডিএনএ পরীক্ষা করানো হয়েছে। ওই কিশোরী রোববার হাসপাতালে সন্তান প্রসব করেছে বলে জানতে পেরেছি। নবজাতক ও তার মায়ের ডিএনএ পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’