যশোরের অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি যশোর শহরের জেল রোড এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে এবং কর্মস্থলের সুবিধার্থে অভয়নগর উপজেলার মহাকাল গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল বারী জানান, সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে খুলনার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ দুর্ঘটনায় রানা নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই আজিজুল বারী।

 
                            -20250909225201.jpg) 
                                    
-20250909192807.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন