যশোরে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে ৪টার দিকে শহরের শাহ্ আব্দুল করীম সড়কের রুপকথা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে।
অন্য শ্রমিকরা জানিয়েছেন, একসেনচিউর নীলাচল টাওয়ারের নির্মাণাধীন ১০ তলা ভবনে সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করছিলেন রড মিস্ত্রি সাজ্জাদ। ঘটনার সময় তিনি ক্রেনে করে নির্মাণ সামগ্রী তুলছিলেন।
এ সময় পাশের বৈদ্যুতিক তারে ক্রেনের আঘাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নিচে পড়ে যান। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সাজ্জাদের ছোট ভাই নয়ন হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বহুতল এই ভবনে সুরক্ষাসামগ্রী ছাড়াই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল। ভবনের মালিক পক্ষের অবহেলার কারণে দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে।’
এই বিষয়ে একসেনচিউর নীলাচল টাওয়ারের ম্যানেজার মাহবুব হাসান জানান, ভবন থেকে রড মিস্ত্রি সাজ্জাদের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। সব ধরনের সুরক্ষা সামগ্রী (হেলমেট, সেফটি) বেল্ট, গ্লাভস, বুট) থাকা স্বত্তেও শ্রমিকরা ব্যবহার করেনা। বললেও আমলে নেন না। নিহতের পরিবারকে সাধ্যমত সহায়তা করা হবে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত রড মিস্ত্রি সাজ্জাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।