যশোরে গৃহবধূ সাদিয়া আক্তারকে (১৮) কুপিয়ে জখম করেছে তার স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট শেখহাটিতে এ ঘটনা ঘটে। আহত সাদিয়া ওই এলাকার জুয়েল হোসেনের স্ত্রী। তাদের স্বামী-স্ত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক সাদিয়াকে ঢাকায় রেফার করেন।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বিকেল ৪টার দিকে ঘরে আটকে স্ত্রী সাদিয়াকে মারধর করে জুয়েল। একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করার পর জুয়েল বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, সাদিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানোর পর চিকিৎসক ঢাকায় রেফার করেছেন। পুরুষ মেডিসিন ওয়ার্ডে জুয়েলের চিকিৎসাসেবা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন