চার সন্তানের জননী এবং এক তরুণীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে থানায়। ঝিনাইদহের শৈলকুপা থানায় মঙ্গলবার (৮ জুলাই) এমন একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে, যা জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার এক গৃহবধূর সঙ্গে গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়। বন্ধুত্বের সেই সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমে। প্রায় ৯ দিন আগে গৃহবধূটি তার স্বামী ও চার সন্তানকে রেখে গোপনে ঢাকায় চলে যান প্রেমিকার কাছে।
ঢাকায় কিছুদিন একসঙ্গে অবস্থান করেন তারা। তবে বিষয়টি গোপন না থাকায় গৃহবধূর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কৌশলে থানায় নিয়ে আসে। সেখানে উপস্থিত হন উভয় পরিবারের সদস্যরা। আলোচনার মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘ওই নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয় এবং পরে থানায় এনে উভয় পরিবারে জিম্মায় দেওয়া হয়েছে।’
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, ‘ভালোবাসা স্বাধীন’, কেউ আবার একে সমাজ ও পারিবারিক বন্ধনের জন্য হুমকি বলেও মন্তব্য করছেন। আবার কারও মতে, ধর্মীয় দিক বিবেচনায় এটি ‘অস্বাভাবিক’।
আপনার মতামত লিখুন :