ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মহেশপুর সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশি হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০২:৫৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ৫৮ বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘাডাংগা সীমান্তের মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৭ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, তারা সবাই অবৈধভাবে ভারতে বসবাসকারী। সেখান থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।