ঝিনাইদহে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ছেলে এবং আপন হোসেন পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে। আপন তার ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। আজ শনিবার সকালে লামিম, আপনকে সঙ্গে নিয়ে গ্রামের পাশের খালে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক ফাঁকে দুই শিশু খালে পড়ে যায় এবং পানির স্রোতে ভেসে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’