নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ৩১ বিজিবির অধীনস্থ কলমাকান্দার বরুয়াকোণা বিওপির ৬ সদস্যের একটি দল মেইন পিলার ১১৮১/এস সংলগ্ন রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, ‘জব্দকৃত মদ নিয়মিত প্রক্রিয়ায় নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।’